IslamicSufism

পীর ধরতে হবে এ ব্যাপারে পবিত্র কোরআন শরীফে কোন নির্দেশ আছে কিনা

পীর ধরতে হবে এ ব্যাপারে পবিত্র কোরআন শরীফে কোন নির্দেশ আছে কিনা

প্রশ্ন: পীর ধরতে হবে এ ব্যাপারে পবিত্র কোরআন শরীফে কোন নির্দেশ আছে কিনা?

ঊত্তরঃ হ্যাঁ পীর ধরতে হবে, এ প্রসঙ্গে পবিত্র কোরআন পাকে বহু নির্দেশ আছে। তবে পীর শব্দটি পবিত্র কোরআন পাকে নেই। কারন পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে। যেমনঃ নামাজ, রোজা, ফিরিস্তা, খোদা, ইত্যাদি শব্দগুলো কোরআন শরীফে-এ নেই। কারন উহা ফার্সি শব্দ, তবে এর প্রতিটি ফার্সি শব্দেরই প্রতিশব্দ কোরআন শরীফ আছে, যেমনঃ নামাজ-সালাত, রোজা-সাওম, ফিরিশ্তা-মালাকুন ইত্যাদি।

আবার সালাত আরবি শব্দটি স্থান বিশেষ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অনুরূপভাবে পীর ফার্সি শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দে প্রকাশ করেছেন, যথাঃ ‘অলি’ বহুবচনে আউলিয়া, মুর্শিদ, ইমাম, বহুবচনে আইম্মা, হাদি, ছিদ্দিকিন, ইত্যাদি।

নিম্নে কিছু আয়াত শরিফের অর্থ পেশ করাহলঃ

 ১) হে মুমিনগণ! তোমরা অনুস্মরণ কর,আল্লাহ্ পাক এর,তাঁর রাসুল পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এর এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেত।
(সুরাঃ নিসা,আয়াতঃ ৫৯)।

২) স্মরণ কর! সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম) নেতা সহ আহ্বান করব। (বনি ইসরাইল,আয়াতঃ ৭১ )।

৩) মুমিন পুরুষ ও মুমিনা মেয়েলোকের ভিতর হতে কতেক কতেকের বন্ধু।
 (সুরাঃ তাওবাহ,আয়াতঃ ৭১)।

৪) তোমাদের মধ্যে এমন একদল লোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে।
(সুরাঃ আল-ইমরান,আয়াতঃ ৭১)।

৫) অনুসরণ কর তাঁদের যারা তোমাদের নিকট কোন প্রতিদান চাহে না,এবং যারা সৎ পথ প্রাপ্ত।
 (সুরাঃ ইয়াসিন,আয়াতঃ ২১)।

৬) যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখি হয়েছে তাঁর পথ অনুস্মরণ কর।
(সুরাঃ লোকমান,আয়াতঃ ১৫)।

৭) জিকির সম্বন্ধে তোমাদের জানা না থাকলে জিনি জানেন তাঁর নিকট হতে জেনে নাও।
 (সুরাঃ আম্বিয়া,আয়াতঃ ৭)।

৮) হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং (ছাদেকিন) সত্যবাদী গণের সঙ্গী হয়ে যাও।
 (সুরাঃ তাওবাহ,আয়াতঃ ১১৯)।

৯) নিশ্চয়ই আল্লাহ্ পাকের রহমত (মুহসিনিন) আউলিয়া কিরামগনের নিকটবর্তী।
 (সুরাঃ আরাফ,আয়াতঃ ৫৬)।

১০) আল্লাহ্ যাকে সৎপথে পরিচালিত করেন,সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি (আল্লাহ্) যাকে পথভ্রষ্ট  করেন,তুমি কখনো তাঁর জন্য কোন পথপ্রদর্শনকারী (অলি-মুরশিদ) পাবে না।
 (সুরাঃ কাহাফ,আয়াতঃ ১৭)।

১১) সাবধান! নিশ্চয়ই আল্লাহ্র অলিগণের কোন ভয় নেই,এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহে। তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে,আল্লাহ্র কথার কোন পরিবর্তন হয় না,উহাই মহা সাফল্য।
(সুরাঃ ইউনুছ, আয়াতঃ ৬২-৬৪)।

১২) হে মুমিনগণ! তোমরা আল্লাহ্ পাককে ভয় কর,এবং তাকে পাবার জন্য (নৈকট্য লাভের) অছিলা তালাশ কর।
(সুরাঃ মায়েদা,আয়াতঃ ৩৫)।

হে আল্লাহ আমাদের কে সত্য ও সঠিক জানা ও বুজার তৌফিক দান করুন এবং কামেল পীরের মুরিদ হয়ার তৌফিক দান করুন। আমিন।
আমাদের মধ্যে যারা পীর মুর্শিদের মান সম্মান বুজে না তাদেরকে হেদায়েত কর ! তোমার হেদায়েত যদি না মানে ,তবে তোমার গায়েবি শক্তি ধারা তুমি তাদেরকে ধংস করে দাও।
শাহিন শাহে সিরিকোট জিন্দাবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button