কে মর্যাদার দিক দিয়ে রাসূলুল্লাহ স: এর সর্বাধিক নিকটবর্তী হবে
১১.আলী ইবন আহমাদ ইবনে আবদান রহ:……. হযরত আবূ উমামা রা: থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ স: বলেছেনঃ তোমরা প্রতি শুক্রবারে আমার প্রতি বেশি করে দরুদ প্রেরণ করবে। কেননা প্রতি শুক্রবারে আমার উম্মতের দরুদ আমার কাছে পেশ করা হয়। অতএব আমার উম্মতের মধ্যে যারা অধিক দরুদ পাঠকারী হবে, মর্যাদার দিক দিয়ে তারা আমার সর্বাধিক নিকটবর্তী হবে।
(বায়হাকী শরীফ, ৩য় খন্ড, পৃ:নং-১১০, হাদীস নং-৩০৩২)
(সুনানে বায়হাকী কুবরা, ৩য় খন্ড, পৃ:নং-২৪৯, হাদীস নং-৫৭৯১)
(শো’য়াবুল ঈমান, চতুর্থ খন্ড, পৃ:নং-৪৩৩, জুমু’আর ফযীলত অনুচ্ছেদ)
(কানঝুল উম্মাল ফি সুনানেল আক্বওয়াল, ১ম খন্ড, পৃ:নং-৪৮৮, হাদীস নং-২১৪১)
(আত-তারগীব ওয়াত-তারহীব, ২য় খন্ড, পৃ:নং-৫৭২, যিকর ও দু’আ অধ্যায়, হাদীস নং-২৬, ইফাবা)
(মেশকাতুল মাসাবীহ, ৩য় খন্ড, পৃ:নং-৫৩৩)
(ফাতহুল বারী, একাদশ খন্ড, পৃ:নং-১৬৭)
(ফাতহুল কাবীর, ১ম খন্ড, পৃ:নং-২১৩, হাদীস নং-২৩১৮, হরফে হামজাপরি:)
(ফায়জুল ক্বাদীর, ২য় খন্ড, পৃ:নং-১১১)