Darood Sharif er FazilatIslamic

যে মুসলিমের প্রতি ফেরেশতাগণ দোয়া করতে থাকে

ফেরেশতাগণ দোয়া করতে থাকে

৬. বকর ইবনে খালফ আবূ বিশর রহ:…… হযরত আমির ইবনে রবীআহ রা: সূত্রে নবী (স:) থেকে বর্ণিত। তিনি স: বলেন: যখন কোন মুসলিম আমার প্রতি দরুদ পাঠ কর, যতক্ষণ সে আমার উপর দরুদ পাঠ করতে থাকে, ততক্ষণ ফেরেশতাগণ তার প্রতি দোয়া করতে থাকেসুতরাং বান্দা চাইলে এর চাইতে কম দরুদও পাঠ করতে পারে কিংবা অধিকও পাঠ করতে পারে।

(ইবনে মাজাহ শরীফ, ১ম খন্ড, পৃ:নং-৩৪৫, সালাত অধ্যায়, হাদীস নং-৯০৭, ইফাবা)
(মুসনাদে জামে’য়ে, ১৭তম খন্ড, পৃ:নং-৩৯০, হাদীস নং-৫৪৯৪, হরফে মীম পরি:)
(মুসনাদে সাহাবা, ৪৬তম খন্ড, পৃ:নং-৪৪৪, মুসনাদে জাবির ইবনে আওয়াম রা: পরি:)
(সহীহ কুনুঝুছ সুন্নাহ, ১ম খন্ড, পৃ:নং-২৩, হাদীস নং-১২)
(কানঝুল উম্মাল ফি সুনানেল আক্বওয়াল, ১ম খন্ড, পৃ:নং-৪৯৯, হাদীস নং-২২০১)
(জামেয়ে আল-কাবীর, ১ম খন্ড, পৃ:নং-২১৫২৫, হাদীস নং-১৩৬৭, হরফে মীম পরি:)
(ফাতহুল কাবীর, ৩য় খন্ড, পৃ:নং-১১০, হাদীস নং-১০৮৯১, হরফে মীম পরি:)
(আত-তারগীব ওয়াত-তারহীব, ২য় খন্ড, পৃ:নং-৫৬৯, যিকর ও দু’আ অধ্যায়, হাদীস নং-১৯, ইফাবা)

Related Articles

Back to top button