Darood Sharif er FazilatIslamic

আল্লাহ তা’আলার নৈকট‌্য লাভের জন্য দরূদ শরীফের বিকল্প নেই

আল্লাহ তা’আলার নৈকট‌্য লাভের জন্য দরূদ শরীফের বিকল্প নেই

অর্থঃ নিশ্চয়ই আল্লাহ তা’য়ালা নবী স:-এর প্রতি দরূদ পড়েন (অনুগ্রহ করেন) এবং তাঁর ফেরেশতাগণও নবী স:- এর প্রতি দরূদ পড়ে (অনুগ্রহ প্রার্থনা করে)। হে ঈমানদারগণ! তোমরাও নবী স:-এর প্রতি দরূদ পড় (অনুগ্রহ প্রার্থনা কর, দু’আ কর) এবং উত্তমরুপে আদবের সাথে বিনয় নম্রতাসহ সালাম প্রেরণ কর। (সূরা: আহযাব, আয়াত নং-৫৬)

১. মুহাম্মাদ ইবনে আওফ রহ: ……হযরত আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ স: ইরশাদ করেছেন, যে কেউই আমার উপর যখন সালাম পেশ করে, তখন আল্লাহ তা’য়ালা আমাকে তার খবর দেন এবং আমি তার জবাব প্রদান করে থাকি।

(আবূ দাউদ শরীফ, ৩য় খন্ড, পৃ:নং-১১৭, হজ্জ-এর নিয়ম পদ্ধতি অধ্যায়, হাদীস নং-২০৩৭, ইফাবা)
(বায়হাকী শরীফ, ৩য় খন্ড, পৃ:নং-৪৯০, হাদীস নং-৪১৬১, হজ্জ ও উমরাহ অনুচ্ছেদ)
(মুসনাদে সাহাবা, ৬ষ্ঠ খন্ড, পৃ:নং-২২৮, মুসনাদে আব্দুর রহমান ইবনে ছখরায়ী রা: পরি:)
(রিয়াজুস সলেহীন, ২য় খন্ড, পৃ:নং-১২৪, হাদীস নং-১৪০৩)
(সহীহ কুনুঝুছ সুন্নাহ, ১ম খন্ড, পৃ:নং-২৪, হাদীস নং-১৯)
(কানঝুল উম্মাল ফি সুনানেল আকওয়াল, ১ম খন্ড, পৃ:নং-৪৯১, হাদীস নং-২১৬১)
(জামেয়ে আল-কাবীর, ১ম খন্ড, পৃ:নং-২১১৪১, হাদীস নং-৯৮৩, হরফে মীম অনুচ্ছেদ)
(মাজমা উয যাওয়ায়েদ, ১০ম খন্ড, পৃ:নং-২৫২, হাদীস নং-১৭২৯৬)
(ফাতহুল কাবীর, ৩য় খন্ড, পৃ:নং-৯৮, হাদীস নং-১০৭৬১)
(ফাতহুল বারী, ৬ষ্ঠ খন্ড, পৃ:নং-৪৮৮)
(মুসনাদে জামেয়ে, ৪৪তম খন্ড, পৃ:নং-৪৮৩, হাদীস নং-১৪৭৫৪)
(জামেয়েস ছগীর মেন হাদীসেল বাশীর, ১৯তম খন্ড, পৃ:নং-১১৪, হরফে মীম অনুচ্ছেদ)

 

Back to top button